নিজস্ব সংবাদদাতা: গাজার দক্ষিণাঞ্চলে ইজরায়েলের সামরিক হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। রবিবার রাতে খান ইউনুসের নাসির হাসপাতালে চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হামাসও বারহুমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থা এপি জানায়, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, যুদ্ধের কারণে আহত বহু মানুষ নাসির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে (সার্জিক্যাল উইং) ইজরায়েলের হামলায় আগুন ধরে যায়। এতে বহু রোগী নতুন করে আহত হয়েছেন, এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আইডিএফ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে স্বীকার করেছে যে, হামলায় হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন। এর আগে অন্য এক হামলায় বারহুম গুরুতর আহত হয়েছিলেন এবং নাসির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইজরায়েলের অভিযোগ, সেখান থেকেই তিনি ইজরায়েলবিরোধী পরিকল্পনা চালাচ্ছিলেন। এ কারণেই হাসপাতালটিতে হামলা চালানো হয়।
/anm-bengali/media/media_files/2025/03/18/5MvNYmm4xtrCe2RXrxSq.jpeg)
হামাসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নাসির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেন, "রবিবার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসমাইল বারহুমকে হত্যা করেছে।"
বারহুম সম্প্রতি নিহত হামাস প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সদস্য ছিলেন এবং সংগঠনের অর্থনৈতিক দিকও দেখাশোনা করতেন। কিছুদিন আগে এক ইজরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন, যার পরিণতিতেই তার মৃত্যু হলো।