নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'X'-এ পোস্ট করেছেন এবং রানা সাঙ্গা জির জন্মবার্ষিকীতে তাঁকে অসংখ্য প্রণাম করেছেন।
/anm-bengali/media/media_files/DXFASOgqbmEsH4OUAxup.jpg)
তিনি বলেছেন, "'ধর্মরক্ষা'-এর প্রতি নিবেদিতপ্রাণ রানা সাঙ্গা জির জন্মবার্ষিকীতে তাঁকে অসংখ্য প্রণাম। দেশপ্রেম এবং ত্যাগের প্রতীক তাঁর গৌরবের গল্প ইতিহাসের এক সোনালী অধ্যায়। তাঁর সাহসিকতা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের ভূমিকে আত্মসম্মানে সিক্ত করে চলবে।"