নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে ভারত-বাংলাদেশ সংঘাত। সীমানা দখল নিয়ে বাংলাদেশ ও ভারতীয় সেনাদের মধ্যে চলছে জোর টানাপড়েন। BSF-BGসংঘাতB তুঙ্গে। বুধবার থমথমে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর গ্রাম। BSF-এর নজরদারিতে জোর কদমে চলছে কাঁটাতার লাগানোর কাজ।
ভারত-বাংলাদেশ সীমান্তের এ পারে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর অঞ্চল। অপরদিকে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ। বর্ডার এলাকার প্রায় এক কিলোমিটার ছিল অসুরক্ষিত। সেই এলাকায় কাঁটাতারের বেড়া BSF। তাদের বাধা দেয় BGB। সীমান্ত সরগরম হয়ে ওঠে স্লোগান ও পাল্টা স্লোগানে। শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী
সঙ্গত, দীর্ঘ টানাপোড়েনের পর ফের বৈষ্ণবনগরের সুখদেবপুরে ফের কাঁটাতার লাগানোর কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। স্থানীয় বাসিন্দারা BSF-কে যথা সম্ভব সাহায্য করছেন।