festival

WhatsApp Image 2025-01-14 at 16.22.28
আগে সারারাত গান শুনিয়ে জাগিয়ে রাখা হয় সমৃদ্ধির দেবী টুসুমণিকে। আর পরের দিন গান গাইতে গাইতে দেবীকে নদী কিংবা জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব সিংভূমে সাড়ম্বরে পালিত হয় টুসু উৎসব।