নিজস্ব সংবাদদাতা:এই মুহূর্তে সবার আলোচনায় দোল উৎসব বা হোলি। দোল মানেই বসন্ত, প্রেম এবং রঙের উদযাপন৷ জানুন এবার কবে পালন করবেন এই দিনটি।
এই বছর দোলযাত্রা হচ্ছে ১৪ মার্চ (বাংলায় ২৯ ফাল্গুন)। এই দিনটি বসন্ত উৎসব নামেও পরিচিত। হোলি সাধারণত দোলের পরের দিন পালন করা হয়। তবে এবছর হোলি ১৪ মার্চ। দোল পূর্ণিমার সময় ১৩ মার্চ সকাল ১০/২৪ মিনিট থেকে ১৪ মার্চ সকাল ১১/৩৫ মিনিট পর্যন্ত।