নিজস্ব সংবাদদাতা : চৈত্রের গরমে হাঁসফাঁস অবস্থা! কিন্তু স্বস্তি আনার জন্য এবার দরজায় কড়া নাড়ছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া।
/anm-bengali/media/post_banners/cbheXth2f6Qg6KEWXbmv.jpg)
আজ যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল—কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে ভেসে আসছে প্রচুর জলীয় বাষ্প। সেই কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
আজই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে এইসব জেলাগুলিতে। সপ্তাহন্ত পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে মালদা ও দুই দিনাজপুরে। জলপাইগুড়িতেও মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া।
/anm-bengali/media/post_banners/Znmgdnm94nQTfX9CkfDY.jpg)
আবহাওয়া দফতরের মতে, এই বৃষ্টিপাত সত্ত্বেও বাতাসে আদ্রতার কারণে অস্বস্তি আরও বাড়বে। এপ্রিলের মাঝামাঝি থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় গরম থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি।