নিজস্ব সংবাদদাতা : রাত কেটেছে খোলা আকাশের নিচে, চাকরিহারাদের বুকে আগুন! সল্টলেকের এসএসসি ভবনের সামনে সারারাত ধরে চলল বিক্ষোভ। চাকরি ফেরানোর দাবিতে রাস্তাতেই রাত কাটালেন শতাধিক চাকরিহারা। মাথার ওপরে ছিল না কোনো ছাদ, শুধু ন্যায্য দাবি আর চোখে ছিল প্রতিশ্রুতি পূরণের অপেক্ষা। অবস্থানকারীদের কথায়, "আমরা অন্যায় কিছু চাই না। যে চাকরি একসময় আমাদের হাতে ছিল, সেটাই ফেরত চাই। ভুল যারই হোক, ভুক্তভোগী আমরা কেন হব?"
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
চাকরি ফেরানোর দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁবিক্ষোভকারীদের বক্তব্য, যতদিন না ন্যায্য দাবি মানা হচ্ছে, ততদিন এভাবেই চলবে অবস্থান।