চাকরি হারিয়ে প্রথমে রাস্তায়, এবার হাসপাতালে – চাকরিহারাদের মেরে লাঠি ভাঙলো পুলিশ

চাকরি ফিরে পেতে করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে নেমেছিলেন শিক্ষকরা। পুলিশি লাঠিচার্জে গুরুতর আহত এক চাকরিহারা শিক্ষক।

author-image
Debapriya Sarkar
New Update
1654501106_ssc-scam (1)

নিজস্ব সংবাদদাতা : চাকরি হারানোর যন্ত্রণা নিয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিহারারা। চেয়েছেন শুধু ন্যায্য চাকরি ফিরে পেতে। কিন্তু সেই দাবি করতে গিয়ে এবার পুলিশের লাঠির ঘায়ে হাসপাতালে যেতে হল এক চাকরিহারা শিক্ষককে। ঘটনাস্থল, করুণাময়ী – সল্টলেকের এসএসসি ভবনের সামনেই রাতভর ধর্না কর্মসূচি ছিল চাকরি হারানো চাকরিপ্রার্থীদের। সূত্রের খবর, বুধবার আচমকাই পুলিশ বিক্ষোভ সরাতে আসে। শুরু হয় ধাক্কাধাক্কি। প্রতিবাদকারীদের অভিযোগ, কোনও রকম উস্কানি ছাড়াই শুরু হয় লাঠিচার্জ। এক শিক্ষক পেটে গুরুতর চোট পান, তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Ssc

এই ঘটনার পরই আজ, বৃহস্পতিবার সকাল থেকে আরও ক্ষোভে ফুঁসছেন চাকরিহারারা। আজ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। দাবি একটাই – অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে, এবং যারা লাঠির ঘায়ে আহত হয়েছেন, তাদের সুবিচার দিতে হবে। বিক্ষোভকারী এক চাকরিপ্রার্থী বলেন, "চাকরি তো হারিয়েইছি, এবার পেটের ভাত চাইতে গিয়ে পুলিশের লাঠিও খেলাম! আমরা কি ন্যায্য কথা বলতে পারি না?" আন্দোলন এখন আরও জোরালো রূপ নিতে চলেছে বলেই জানা যাচ্ছে।