নিজস্ব সংবাদদাতা : চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছিলেন একদল চাকরিহারা শিক্ষক। কিন্তু সেই প্রতিবাদ এখন গড়াল আইনি লড়াইয়ে। কসবার ঘটনা ঘিরে এবার চাকরি হারা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হল জোড়া মামলা। একটি অভিযোগ দায়ের করেছেন জেলার স্কুল পরিদর্শক। আর একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/04/10/1000184524-260049.jpg)
এদিকে চাকরি চেয়ে যারা এসেছিলেন, তাদের অনেকেই অভিযোগ করছেন—সেদিন তারা পুলিশের মারধরের শিকার হয়েছেন। লাথি, কিল, ঘুষি—কোনও কিছুই বাদ যায়নি। এখন সেই আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে, যা ঘিরে উঠছে নানা প্রশ্ন। চাকরি নেই, জীবন অনিশ্চিত। সেই পরিস্থিতিতে পথে নেমে প্রতিবাদ করেছিলেন প্রার্থীরা। কিন্তু তার বদলে পুলিশের কড়া পদক্ষেপে আরও চাপে পড়লেন তাঁরা।