নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে সূচনা হলো বাধিয়া উৎসব ও পিঠে পুলি মেলার। বাধিয়া অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। রবিবার এই মেধা অন্বেষণ পরীক্ষার উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী। এই মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমেই কার্যত বাধিয়া পিঠে পুলি উৎসবের সূচনা।
২৭ টি প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে মিলে এই পরীক্ষা আয়োজিত হয়। এই মেধা অন্বেষণ পরীক্ষায় ১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। মেধা অন্বেষণ পরীক্ষায় যারা ভালো ফল করবে তাদের পুরস্কৃত করা হবে পিঠেপুলি উৎসবের মূল অনুষ্ঠান মঞ্চে। রবিবার মিরগোদা মৃত্যুঞ্জয় বাণিপিঠ হাই স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়। বাধিয়া পঞ্চায়েত ও মাতঙ্গিনী সংঘ প্রতিবছরের মতো এবারও আয়োজন করতে চলেছে পিঠেপুলি উৎসব। এই উৎসবকে ঘিরে বাধিয়া অঞ্চল সহ রামনগর বাসীর মধ্যে প্রতিবছর উৎসাহ উদ্দীপনা থাকে। এবারেও পিঠে পুলি উৎসব এ থাকছে অভিনব চমক। বাধিয়া উৎসবে এবারে শুভ সূচনা হল মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে।
এই মেধা অন্বেষণ পরীক্ষা ছাত্র-ছাত্রীদের সার্বিক মান উন্নয়নে অনেকটাই সাহায্য করবে। এমনই বার্তা দেন শিক্ষক সুদীপ্ত মিশ্র ও দীনবন্ধু বারিক। বাধিয়া পিঠে পুলি উৎসবে বিভিন্ন পিঠের স্টল যেমন থাকছে তার সাথে থাকছে বিভিন্ন অনুষ্ঠানের সমাহার। আগামী ৭ ই জানুয়ারি থেকে পিঠে পুলি উৎসবের শুভ সূচনা হচ্ছে। নতুন বছরে বাধিয়া সহ রামনগরবাসীর কাছে এই উৎসব বড় উপহার হতে চলেছে।