বোডোল্যান্ড মহোৎসবে প্রধানমন্ত্রীর বক্তৃতা : দেশবাসীকে শুভেচ্ছা জানালেন-কেনো?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবে ভাষণ দেন, কার্তিক পূর্ণিমা, দেব দীপাবলি এবং গুরু নানক দেবের ৫৫৫তম প্রকাশ পর্বের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে অভিনন্দন জানান।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবে ভাষণ দেন। তিনি বলেন, "আজ কার্তিক পূর্ণিমার পবিত্র দিন এবং আজ সারা দেশে দেব দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে। এই শুভ দিনে আমি সকল ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।"

modii pokl1.jpg

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, "আজ গুরু নানক দেবের ৫৫৫তম প্রকাশ পর্বও উদযাপন করা হচ্ছে। আমি বিশেষভাবে শিখ সম্প্রদায়ের ভাই-বোনেদের এই শুভ উপলক্ষে অভিনন্দন জানাই।" তিনি বলেন, "সমগ্র জাতি, বিশেষ করে শিখ সম্প্রদায়, আজ এই উৎসব সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁদের প্রভাব প্রতিটি কোণে অনুভূত হচ্ছে।"

modii poklk1.jpg

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে বোডোল্যান্ড মহোৎসবের গুরুত্ব ও ঐতিহ্যকে আরও উজ্জ্বল করা হয়েছে, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা ও সংহতির বার্তা প্রদান করেছে।