Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট

স্বস্তি নাকি কৌশলী চাল? ট্রাম্পের শুল্ক নীতির নতুন মোড়! জানুন কেন ৯০ দিনের বিরতি

শুল্ক বাড়ানোর হুমকির পর হঠাৎ ৯০ দিনের বিরতি ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। বিশ্ববাজারে এর প্রভাব কী হতে পারে? বিস্তারিত পড়ুন।

author-image
Debapriya Sarkar
New Update
Donald Trump

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। যে উচ্চ হারে শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়ে দিন কয়েক আগেও জোর গলায় সাফাই দিচ্ছিলেন ট্রাম্প এবং তাঁর টিম, সেই সিদ্ধান্তেই আপাতত ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমেরিকার বহু মিত্র দেশের উপর নতুন করে শুল্কের বোঝা চাপছে না। অবশ্য এরই মধ্যে চীনকে লক্ষ্য করে ১২৫% হারে ট্যারিফ বসানো হয়েছে, যা আবার অন্য এক বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।

white house

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, শুল্ক চাপানো এবং পরে কিছু সময়ের জন্য থামিয়ে রেখে দেশগুলির সঙ্গে আলোচনা শুরু করার পরিকল্পনাই ছিল শুরু থেকে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইতিমধ্যেই ৭৫টিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে আলোচনা চেয়ে যোগাযোগ করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুল্ক বাড়ানোর খবরে বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছিল, বাজারে ধস নেমেছিল, তারই চাপে পড়েই হোয়াইট হাউস পিছু হটে এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছে।

Tariffs

এই ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে—৯০ দিনের এই বিরতির পর কি আবারও ফিরে আসবে বাণিজ্য নিয়ে অস্থিরতা? বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত সাময়িক স্বস্তি দিলেও আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এই ধরণের পদক্ষেপ ভবিষ্যতে আলোচনার পথকে কঠিন করে তুলতে পারে বলেই আশঙ্কা। সব মিলিয়ে, বাণিজ্য যুদ্ধ আপাতত থেমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। ৯০ দিনের পর আবার কী হবে, তার দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।