নিজস্ব সংবাদদাতা : গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী মকর ও মীন রাশির জাতকদের জন্য আজকের দিন হতে পারে ইতিবাচক। চলুন দেখে নেওয়া যাক, কী বলছে রাশিফল।
/anm-bengali/media/media_files/2025/03/26/hIVFLZu1VYRFOPE3Gl80.jpg)
মকর রাশি: আজ মকর রাশির জাতকরা থাকবেন চনমনে ও কর্মক্ষম। শরীর ও মন—দুটোই থাকবে ভালো। আগের ধার শোধ করা নিয়ে একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে সুনাম মিলবে, আর ভালোবাসার মানুষও আজ বেশ আন্তরিক হবেন। আধ্যাত্মিক জায়গায় যাওয়ার ইচ্ছে হতে পারে। দাম্পত্য জীবনেও থাকবে শান্তি।
/anm-bengali/media/media_files/2025/03/26/DfYFcurEk8WR4YvdkNAA.jpg)
মীন রাশি: আজ মীন রাশির জন্য দিনটা বেশ ইতিবাচক। ছোট ব্যবসায়ীরা উপকারি পরামর্শ পেতে পারেন। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম-ভালোবাসায় মন রঙিন থাকবে। নতুন কিছু শুরু করার আগে একটু ভাবুন। একা সময় কাটাতে ভালো লাগবে, ঘর গুছোনোতেই শান্তি খুঁজে পাবেন।