মহাকুম্ভের প্রভাব! ফিকে হয়েছে নবদ্বীপ-মায়াপুরের দোলযাত্রা

অন্যান্য বছর এই অঞ্চলের দোল পরিক্রমায় প্রতিদিন হাজারের বেশি মানুষ অংশ নেন। তবে এবার সেখানে মেরেকেটে ৪০০-৫০০ জন। বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে মানুষ কুম্ভ নিয়ে মেতেছিলেন।

author-image
Jaita Chowdhury
New Update
khvg bnk

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চৈতন্যধামের দোলযাত্রা বিশেষভাবে পরিচিত সকলের কাছে। এবার একটু বেশিই রঙিন হবে নবদ্বীপ ও মায়াপুরের দোল। এমনটাই মনে হয় সবার। সংলগ্ন ইতোমধ্যেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শুরু হয়ে গিয়েছে। কিন্তু নেই সেই উপচে পড়া ভিড়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও সদ্য শেষ হওয়া মহাকুম্ভের প্রভাব পড়ল এখানকার দোলে? মনে করছেন অনেকেই।  

অন্যান্য বছর এই অঞ্চলের দোল পরিক্রমায় প্রতিদিন হাজারের বেশি মানুষ অংশ নেন। তবে এবার সেখানে মেরেকেটে ৪০০-৫০০ জন। বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে মানুষ কুম্ভ নিয়ে মেতেছিলেন। এক তো ব্যাপক খরচ আর তার সঙ্গে অন্য রাজ্যে যাওয়া, মহাকুম্ভ মিটতেই দোল পরিক্রমা। ‌পরপর হওয়ায় পরিক্রমায় উৎসাহ হারিয়েছেন মানুষ। রয়েছে পকেটের টানও।‌ 

mahakumbh

এ বিষয়ে নবদ্বীপের কেশবজী গৌড়ীয় মঠের মধুসূদন ব্রহ্মচারী বলেন, “গত বছর অন্ততপক্ষে ছ’হাজারের বেশি মানুষ আমাদের পরিক্রমায় অংশ নিয়েছিলেন। এবছর ৯ মার্চ থেকে পরিক্রমা শুরু হয়েছে। তবে ধারণা, আড়াই থেকে তিন হাজারের বেশি মানুষ হবে না। আগে “নবদ্বীপের দোলে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসতেন। তবে এখন অশান্তির কারণে তাঁরাও আসতে পারছেন না।” সব মিলিয়ে এবারের দোলে এই অঞ্চলে লোক সংখ্যা কম হবে বলে মনে করছেন অনেকেই।