নিজস্ব সংবাদদাতাঃ ২০১১ সালে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাননি। সেই সময়ে রোহিত মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। আর ১২ বছর বাদে সেই হিটম্যানই একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭) করার বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এছাড়াও, রোহিত শর্মা বিশ্বকাপে সর্বনিম্ন ইনিংসে ১,০০০ রান পূর্ণ করেছেন। তিনি মাত্র ১৯ ইনিংসে হাজার রান করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন।
ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বুধবার (১১ অক্টোবর) রোহিত শর্মার একটি পুরানো টুইট শেয়ার করেছেন। যে টুইটে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক ২০১১ বিশ্বকাপে নির্বাচিত না হওয়ার জন্য তাঁর হতাশা প্রকাশ করেছিলেন।
From this in 2011, to becoming the highest ever century maker in World Cup History , scoring 7 hundreds in just 2 World Cups plus 2 matches, just proves again that “Never ever give up” and that Champions find a way to live their dream. #RohitSharma #INDvsAFG pic.twitter.com/o6gJxrhvk2
— VVS Laxman (@VVSLaxman281) October 11, 2023
রোহিত শর্মার পুরানো টুইট শেয়ার করেছেন ভিভিএস লক্ষ্মণ। সেই সঙ্গে রোহিতের মতো হাল না ছাড়ার উপদেশ দিয়েছেন লক্ষ্মণ। রোহিতের ইতিহাস গড়ার পর তাঁর টুইট শেয়ার করে লক্ষ্মণ লিখেছেন, ‘২০১১ সাল থেকে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে ওঠা, মাত্র ২টি বিশ্বকাপের খেলে সাতটি সেঞ্চুরি, আবার প্রমাণ করে যে, কখনও হাল ছাড়বেন না, এবং চ্যাম্পিয়নরা ঠিক তাঁদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে পায়।’
রোহিত শর্মা চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নবম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র মাত্র ৮৪ বলে ১৩১ রানের একটি রেকর্ড-ব্রেকিং ইনিংস খেলেন এবং এই ইনিংসে তিনি ১৬টি চার এবং পাঁচটি লম্বা ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। রোহিতের সৌজন্যে এই টুর্নামেন্টে ভারত তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে।
বিশ্বকাপে রোহিত শর্মা এই নিয়ে সপ্তম শতরান করলেন। সেই সঙ্গে তিনি সর্বাধিক শতরানের মালিক হলেন। গড়েছেন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে এত বেশি সেঞ্চুরি আর কারও নেই।
ঘটনাচক্রে রোহিত ২০১১ বিশ্বকাপে সুযোগ পাননি। এবার তাঁর সামনে ইতিহাস লেখার সুবর্ণ সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দারুণ হতে চলেছে। ১২ বছর আগে ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল। আমি জানি গোটা দেশ আমাদের মাঠে নামার জন্য মুখিয়ে আছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবারের বিশ্বকাপ। কারণ খেলাটাই অনেক দ্রুত হয়ে গিয়েছে। দলগুলি আগের চেয়ে আরও বেশি ইতিবাচক ভাবে খেলছে। বিশ্বব্যাপী ফ্যানদের এখনই বলে দেওয়া যায় যে, প্রচুর রোমাঞ্চকর মুহূর্ত আসতে চলেছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে অক্টোবর-নভেম্বরে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।'