ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পুতিন, বাইডেন ও জেলেনস্কি— বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প
সুদানে RSF-এর আক্রমণে মানবিক বিপর্যয়, নিহত ৪০০ ছাড়িয়েছে
ট্রাম্পের শুল্ক ছাড়ের ভাবনা— গাড়ি শিল্পকে রক্ষা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক মঞ্চে ড. আম্বেদকরকে সম্মান
বিপদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়— ট্রাম্পের প্রস্তাবে না! জানুন বিস্তারিত
ফিরছে কি লিবারেল পার্টি? আসন্ন নির্বাচনের ভবিষ্যৎবাণী নিয়ে শোরগোল
আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেলেন ড. আম্বেদকর, নিউ ইয়র্কে ঘোষণা বিশেষ দিবস
পুতিনের মনোভাব স্পষ্ট— কূটনীতি নিয়ে বড় বার্তা দিলেন জেলেংস্কি
'আগে ইউক্রেনের পরিস্থিতি দেখে যান তারপর রাশিয়ার সাথে কথা বলুন'— ট্রাম্পকে বিরাট বার্তা জেলেনস্কির

বিশ্বকাপের দল থেকে বাদ, যন্ত্রণা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ

টি-২০ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারত থেমেছিল শেষ চারে। সদ্যসমাপ্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে ভারত হারে। ব্যাক-টু-ব্যাক আইসিসি ইভেন্টে রোহিতের টিম মুখ থুবড়ে পড়েছে।

author-image
Adrita
New Update
য

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০১১ সালে রোহিত শর্মা টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাননি। সেই সময়ে রোহিত মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। আর ১২ বছর বাদে সেই হিটম্যানই একদিনের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭) করার বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। এছাড়াও, রোহিত শর্মা বিশ্বকাপে সর্বনিম্ন ইনিংসে ১,০০০ রান পূর্ণ করেছেন। তিনি মাত্র ১৯ ইনিংসে হাজার রান করে ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন।

ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বুধবার (১১ অক্টোবর) রোহিত শর্মার একটি পুরানো টুইট শেয়ার করেছেন। যে টুইটে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক ২০১১ বিশ্বকাপে নির্বাচিত না হওয়ার জন্য তাঁর হতাশা প্রকাশ করেছিলেন। 

hiring.jpg

রোহিত শর্মার পুরানো টুইট শেয়ার করেছেন ভিভিএস লক্ষ্মণ। সেই সঙ্গে রোহিতের মতো হাল না ছাড়ার উপদেশ দিয়েছেন লক্ষ্মণ। রোহিতের ইতিহাস গড়ার পর তাঁর টুইট শেয়ার করে লক্ষ্মণ লিখেছেন, ‘২০১১ সাল থেকে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে ওঠা, মাত্র ২টি বিশ্বকাপের খেলে সাতটি সেঞ্চুরি, আবার প্রমাণ করে যে, কখনও হাল ছাড়বেন না, এবং চ্যাম্পিয়নরা ঠিক তাঁদের স্বপ্নকে বাঁচিয়ে রাখার পথ খুঁজে পায়।’

রোহিত শর্মা চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নবম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র মাত্র ৮৪ বলে ১৩১ রানের একটি রেকর্ড-ব্রেকিং ইনিংস খেলেন এবং এই ইনিংসে তিনি ১৬টি চার এবং পাঁচটি লম্বা ছক্কা হাঁকিয়ে ভারতীয় দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। রোহিতের সৌজন্যে এই টুর্নামেন্টে ভারত তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে।

hiring 2.jpeg

বিশ্বকাপে রোহিত শর্মা এই নিয়ে সপ্তম শতরান করলেন। সেই সঙ্গে তিনি সর্বাধিক শতরানের মালিক হলেন। গড়েছেন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে এত বেশি সেঞ্চুরি আর কারও নেই।

ঘটনাচক্রে রোহিত ২০১১ বিশ্বকাপে সুযোগ পাননি। এবার তাঁর সামনে ইতিহাস লেখার সুবর্ণ সুযোগ রয়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিত বলেন, 'ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দারুণ হতে চলেছে। ১২ বছর আগে ভারত নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল। আমি জানি গোটা দেশ আমাদের মাঠে নামার জন্য মুখিয়ে আছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবারের বিশ্বকাপ। কারণ খেলাটাই অনেক দ্রুত হয়ে গিয়েছে। দলগুলি আগের চেয়ে আরও বেশি ইতিবাচক ভাবে খেলছে। বিশ্বব্যাপী ফ্যানদের এখনই বলে দেওয়া যায় যে, প্রচুর রোমাঞ্চকর মুহূর্ত আসতে চলেছে। আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে অক্টোবর-নভেম্বরে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।'