নিজস্ব সংবাদদাতা : কানাডার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমন সময়ে এক প্রেডিকশন মার্কেটের তথ্য জানাচ্ছে, মার্ক কার্নির লিবারেল পার্টি বড়সড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রেডিকশন মার্কেট অনুযায়ী, লিবারেল পার্টির জয়ের সম্ভাবনা বর্তমানে ৭৪ শতাংশ। অন্যদিকে, পিয়েরে পয়েলিভরের কনজারভেটিভ পার্টির জয়ের সম্ভাবনা মাত্র ২৭ শতাংশ।
/anm-bengali/media/media_files/2025/04/15/D5GEEwMBH3RxqxGHwfu6.jpg)
উল্লেখ্য, মার্ক কার্নি একজন প্রাক্তন ব্যাংকার। অনেক দিন ধরেই কানাডার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন তিনি। এই প্রথমবারের মতো তাকে নিয়ে লিবারেল শিবির এতটা আশাবাদী। অন্যদিকে, কনজারভেটিভ পার্টিও প্রচারে কোনো খামতি রাখছে না। তারা অর্থনীতি, ট্যাক্স এবং অভিবাসন নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। তবে প্রেডিকশন মার্কেটের এই তথ্য ভোটারদের মন বদলাতে বাধ্য নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণই—ভোটের দিন ব্যালটবক্সেই দেখা যাবে আসল ছবি।