২৪ ঘণ্টার মধ্যে আবারও সাঁইথিয়ায় বিস্ফোরণ, ভেঙে পড়লো মাটির বাড়ির দেওয়াল
দাসপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের সম্মেলনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের কথা
শালবনীতে জোড়া দুর্ঘটনায় মৃত এক, আহত ১৫
বিজেপি নেতার বাড়ির কাছে উদ্ধার দুটি তাজা বোমা, চাঞ্চল্য ঘাটালে
পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান, চার দিন পরেও নেই কোনও খোঁজ, পাঠানকোট ছুটছেন অন্তঃসত্তা স্ত্রী
"হয় আমাদের জল বইবে, নয়তো ওদের রক্ত", ভারতকে হুমকি দেওয়ার পর ভারত শক্তি প্রদর্শন করতেই দেশ ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ
আজও কি পাপ কন্যা সন্তান জন্মানো? কাঁসাই নদীতে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডেবরায়
কানাডায় মৃত্যু মিছিল : ভ্যাঙ্কুভারে গাড়ি চালিয়ে হামলা, শহরজুড়ে শোক
ঘণ্টাখানেক পরেই শুরু হবে বৃষ্টিপাত, প্রস্তুত থাকুন!

বিপদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়— ট্রাম্পের প্রস্তাবে না! জানুন বিস্তারিত

ট্রাম্প প্রশাসনের দাবির বিরুদ্ধে হার্ভার্ডের দৃঢ় অবস্থান, যা বিশ্ববিদ্যালয়কে ফেডারেল ফান্ডিং হারানোর ঝুঁকিতে ফেলতে পারে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : মার্কিন রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াল হার্ভার্ড ইউনিভার্সিটিকে ঘিরে। ট্রাম্প প্রশাসনের একাধিক দাবিকে সাফ না বলে দিয়েছে হার্ভার্ড। এই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়টি এখন বিপুল পরিমাণ ফেডারেল অর্থ সাহায্য হারানোর ঝুঁকিতে পড়েছে।

publive-image

সূত্র অনুযায়ী, প্রশাসনের পক্ষ থেকে কিছু নীতিগত পরিবর্তন, গবেষণা সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু হার্ভার্ড সেই সব দাবিকে অসাংবিধানিক ও শিক্ষার স্বাধীনতার পরিপন্থী বলে উল্লেখ করে, তা মানতে অস্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উচিত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং রাজনৈতিক চাপের বাইরে থাকা।

Trump

তবে প্রশাসনের তরফ থেকে ইঙ্গিত মিলেছে, হার্ভার্ড যদি নিজের অবস্থান না বদলায়, তাহলে ফেডারেল ফান্ডিং কেটে নেওয়া হতে পারে—যার পরিমাণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই ঘটনার পর উচ্চশিক্ষার জগতে আলোড়ন পড়েছে। প্রশ্ন উঠছে—একটা বিশ্ববিদ্যালয় কতটা স্বাধীনভাবে নিজের নীতিতে চলতে পারে, আর কতটা পর্যন্ত সরকারের হস্তক্ষেপ মেনে নেওয়া উচিত? এই টানাপোড়েন এখন গোটা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে বড় বিতর্কে পরিণত হয়েছে।