নিজস্ব সংবাদদাতা : সুদানের দারফুর অঞ্চলে গত কিছুদিনের মধ্যে আধাসামরিক বাহিনী 'র্যাপিড সাপোর্ট ফোর্সেস' (RSF)-এর হামলায় ৪০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত সপ্তাহে, RSF তাদের প্রতিদ্বন্দ্বী সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন দারফুরের এল-ফাশার শহরের আশেপাশের শরণার্থী ক্যাম্পগুলোতে আক্রমণ চালায়। তারা এই ক্যাম্পগুলো দখল করে নিয়ে এল-ফাশার শহরের শেষ সেনা নিয়ন্ত্রিত রাজধানীটির দিকে অগ্রসর হতে চেয়েছিল।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
সুদানের সেনাবাহিনী এবং RSF গত এক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে রয়েছে, যার ফলে এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে এবং কয়েক মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ১৪৮ জন নিহত হওয়ার তথ্য যাচাই করেছে, তবে সংস্থাটি সতর্ক করেছে যে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।
জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জানান, " ৪০০ জনের বেশি নিহত হয়েছে।" জাতিসংঘ জানিয়েছে, হামলায় অন্তত ৯ জন মানবিক সহায়ক কর্মীও নিহত হয়েছেন। এল-ফাশারের চারপাশে অবস্থিত জামজাম এবং আবু শোক শরণার্থী ক্যাম্পগুলোর প্রায় ৭ লাখ মানুষ বসবাস করছে, যাদের মধ্যে অনেকেই দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে জীবন কাটাচ্ছে।
RSF তাদের দায় অস্বীকার করে। তারা দাবি করেছে, জামজাম ক্যাম্পটি সুদানের সেনাবাহিনী একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল এবং সেখানে নিরপরাধ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
উল্লেখ্য, সুদানের কঠোর গৃহযুদ্ধ আগামী মঙ্গলবার তার তৃতীয় বছরে প্রবেশ করতে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সব পক্ষের প্রতি যুদ্ধ বন্ধ করে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছেন।