নিজস্ব সংবাদদাতা : ভারতের সংবিধানের প্রধান রচয়িতা ড. ভীমরাও রামজি আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ১৪ এপ্রিলকে ‘ড. ভীমরাও রামজি আম্বেদকর দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউ ইয়র্ক সিটিতে। সেখানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে)-র সভাপতি রামদাস আঠাওয়ালে।
/anm-bengali/media/media_files/2025/04/15/1000187820-435921.jpg)
প্রোক্লেমেশন সই করে মেয়র এরিক অ্যাডামস বলেন, “ড. আম্বেদকর শুধু ভারতের সংবিধান রচনার মূল স্থপতি ছিলেন না, তিনি আজীবন সামাজিক ন্যায়, মানবাধিকার ও সাম্যের জন্য লড়াই করে গেছেন।”এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রবাসী ভারতীয় সমাজ। ড. আম্বেদকরের আদর্শ ও অবদান আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেল বলেই মনে করছেন অনেকে।