নিজস্ব সংবাদদাতা : জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ ড. বি. আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মারক অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, "আপনাদের সবাইকে এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ড. আম্বেদকর ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং দেশের সংবিধানের রচয়িতা। তিনি তাঁর পুরো জীবন ভারতের আধুনিক প্রজাতন্ত্রের ভিত্তি গড়ে তোলার জন্য উৎসর্গ করেছিলেন।"
/anm-bengali/media/media_files/2025/04/15/1000187822-480661.jpg)
এই উপলক্ষে আয়োজিত আলোচনার বিষয় ছিল – ‘জাতিসংঘ এবং এর বাইরেও ড. আম্বেদকরের চিন্তার চিরন্তন আবেদন’, যেটিকে সময়োপযোগী বলেই উল্লেখ করেন হরিশ। তিনি আরও জানান, এই বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি উপলক্ষেও এই আলোচনা বিশেষ তাৎপর্য বহন করে।