নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, রাশিয়ান প্রচারকরা রাশিয়ান জনগণকে বোঝাচ্ছে যে কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ফল আসবে না এবং পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মনস্থির করেছেন। রাশিয়ার এইরকম প্রচারণার কারণ হিসেবে জেলেনস্কি জানান, "এটির একমাত্র কারণ হলো, মস্কোতে কেউ ভয় পাচ্ছে না। যদি রাশিয়ার ওপর যথেষ্ট শক্তিশালী চাপ না দেওয়া হয়, তাহলে তারা যা করছে, তা অব্যাহত রাখবে — যুদ্ধ চালিয়ে যাবে।"
/anm-bengali/media/media_files/qlGIcyfrEGfuIW9JmmkP.webp)
এই বক্তব্যের মাধ্যমে জেলেনস্কি স্পষ্ট জানান যে, রাশিয়া শান্তির পথে নয়, বরং তাদের আগ্রাসী মনোভাবের জন্য বিশ্বের শক্তিশালী চাপের প্রয়োজন।