বস্তার অলিম্পিকে অংশ নিয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীরা! উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বস্তার অলিম্পিকে রয়েছে আত্মসমর্পণকারী মাওবাদীদের দল। বস্তার অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও নকশাল সহিংসতার শিকার।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
deputy cm.1

নিজস্ব সংবাদদাতা: জগদলপুরের ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়ামে বস্তার অলিম্পিকের আয়োজন করছে ছত্তিশগড় সরকার।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ১৫ ডিসেম্বর  প্রতিটি জেলা থেকে প্রতিটি বিভাগের সাতটি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অষ্টম দল আত্মসমর্পণকারী মাওবাদীদের। বস্তার অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও নকশাল সহিংসতার শিকার। 

 

এই প্রসঙ্গে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, "বস্তার অলিম্পিক হল এখানকার যুবকদের খেলাধুলার জগতে তাদের জায়গা খুঁজে নেওয়ার আহ্বান৷ বস্তার অলিম্পিকের আয়োজন করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যে বস্তরের যুবকরা সারা বিশ্বে বিখ্যাত হোক৷ এবং কেউ যেন 'লাল সন্ত্রাস'-এর দিকে না যায়।" মাওবাদীদের জীবনের মূল ছন্দে ফেরাতে এর আয়োজন করা হয়েছে।