নিজস্ব সংবাদদাতা: একদিকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। একাধিক হুমকি দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের। একেবারে উল্টোপথে হাঁটছেন তৃণমূলের আর এক বিধায়ক। প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার বিধায়ক হুমায়ন কবীর বলেন, নিজের ছেলেকে দেখলে আরজি করের নির্যাতিতার কথা মনে পড়ে। তিনি এবার পুজোর জন্য নিজের জন্য একটাও জামা কেনেনি। একদিকে যখন মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন। রাজ্যের শাসক দলের নেতার ও মন্ত্রীরা আন্দোলনকারীদের কটাক্ষ করছেন। সেই মুহূর্তে এই বিধায়কের মন্তব্য শাসকদলের অভ্যন্তরে অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। রাজ্যের মানুষ নিজেদের মতো করে প্রতিবাদ করছেন। তারমধ্যেই মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলেছিলেন। বলেছিলেন, এক মাস তো হল আন্দোলন। এবার উৎসবে ফিরুন। সেই প্রসঙ্গে প্রাক্তন আইপিএস অফিসার তথা রাজ্যের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "ঠাকুর দেখতেও বেরোবে না এবার। আমার ছেলে ডাক্তার। একই বয়সী হয়তো, একটু আগে পাশ করে বেরিয়েছে। ওকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে। সব সময় মনে পড়ছে। কোথায় এটা চিনচিন করে কষ্ট হয়। পুজোর সময় পাজামা পাঞ্জাবি কিনি। ধুতি পরি। এবার কিছুই কিনব না । ভালো লাগছে না একদম।" সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই বিধায়ক লিখেছেন, "তৃতীয় বর্ষের পুজোতে নেই তিলোত্তমা। দুই মায়ের চোখে জল, ভারাক্রান্ত মন। আনন্দ আর নতুন জামাকাপড় বাদ।"