নিজস্ব সংবাদদাতা : মোথাবাড়ির পরিস্থিতি আপাতত শান্ত হলেও ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, এলাকায় দোকানপাটে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, আর প্রশাসন ঠিকভাবে ক্ষতিপূরণও দিচ্ছে না। তিনি বলেন, "মানুষ আমাকে বলছে, ওদের দোকান লুট হয়েছে। যারা দোকান চালাত, তারা সাধারণ গরিব মানুষ। অথচ সরকার মাত্র ৫ হাজার টাকা সাহায্য দিচ্ছে। ৫ হাজারে কী হবে? প্রশাসনের উচিত ক্ষয়ক্ষতির হিসেব করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া।"
/anm-bengali/media/media_files/2025/04/14/3Av8658cN2Y4GqqKvmTK.JPG)
সুকান্তবাবু আরও অভিযোগ করে বলেন যে, "আমাকে এলাকায় ঢুকতেও দেওয়া হয়নি। প্রশাসন কি নিরাপত্তা দিতে পারছে? যদি দিতে না পারে, তাহলে ক্ষমতায় থাকার অধিকার নেই।" তিনি রাজ্য সরকারের ক্ষোভ প্রকাশ করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রীরা সংবিধানের রক্ষার শপথ নিয়েছেন। অথচ তাঁরা সেই সংবিধানকে ছিঁড়ে ফেলেছেন। তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।" বিএসএফের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এই ধরনের ঘটনা ঘটে, যখন সাম্প্রদায়িক শক্তিদের উৎসাহ দেওয়া হয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আগে ব্যবস্থা নিতেন, তাহলে এই ঘটনা এড়ানো যেত।"
/anm-bengali/media/media_files/fbGHgPXPOQoqcMz1JB44.jpg)
মালদার সাম্প্রতিক উত্তেজনার আবহে সুকান্ত মজুমদারের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।