মুসলমানরা কেন সঙ্কটে? কেন মন্দির, মসজিদ সঙ্কটে? কটাক্ষ রাজ্য কংগ্রেস সভাপতির
BREAKING : ৬৩ হাজার কোটি টাকার রাফাল চুক্তি ! প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌছালো ভারত-ফ্রান্স সম্পর্ক
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত ঘাটিতে চীন ও ফিলিপাইনের প্রতিদ্বন্দ্বী পতাকা উত্তোলন! বাড়ছে উত্তেজনা
BREAKING: "আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী"- আর্তনাদ চাকরিহারার!
পুষ্পস্তবক অর্পণ করলেন মুখ্যমন্ত্রী?
বড় সাফল্য পুলিশের
কিছু লোক সরকারের বিরোধিতা করার পাশাপাশি দেশের বিরোধিতা শুরু করেছে, যারা নিরীহ মানুষের রক্তপাত করেছে এবং এর জন্য দায়ী, আমরা তাদের জল দেব না- এবার সোজা বক্তব্য
BREAKING: জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে কি করা উচিত? উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী
BREAKING: "আমার রাজনীতি এতই সস্তা?" রাজ্যের দাবি আর করবেন না এই মুখ্যমন্ত্রী

কোথায় পুলিশ মন্ত্রী? মমতার নীরবতায় ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়! কি বললেন তিনি? জানুন

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মুর্শিদাবাদ ও ভাঙড়ে সহিংসতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী কি কিছু করছেন?

author-image
Debapriya Sarkar
New Update
Loket chatterjee

নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তোলেন, "এখন এই আইন-শৃঙ্খলার পরিস্থিতি কে সামলাচ্ছে? মুখ্যমন্ত্রী কোথায়? তিনি তো পুলিশ মন্ত্রীও, তাহলে কেন কিছু করা হচ্ছে না?"

Loket chatterjee

লকেট চট্টোপাধ্যায় বলেন, "মুর্শিদাবাদ ও ভাঙড়ে যে সহিংসতা হচ্ছে, সেখানে পুলিশ কিছু করতে পারছে না। ভাঙড়ে পুলিশের সামনে পুলিশ গাড়ি পোড়ানো হচ্ছে, মোটরবাইক, বাড়ি, অটো সব কিছু পুড়ে যাচ্ছে। পুলিশ কিছুই করতে পারছে না কারণ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিছু না করার। এটা সবই ভোটব্যাংক রাজনীতি।"

bhangar police bike

তিনি আরও বলেন, "আমরা ১৯৭১ সালে যে মাইগ্রেশন দেখেছিলাম, এখন আবার সেটা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ যে দুঃখ-কষ্টের মধ্যে আছে, মুখ্যমন্ত্রী তাদের দিকে কোনও সহানুভূতি দেখাচ্ছেন না, শুধু ভোটের জন্য রাজনীতি করছেন। তিনি পদত্যাগ করুন।" লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বৃদ্ধি পেয়েছে।