নিজস্ব সংবাদদাতা : ভারতীয় আবহাওয়া দপ্তরের (IMD) বিজ্ঞানী ড. সঞ্জীব দ্বিবেদী জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল গঞ্জামে ৬৪.৮ মিমি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী চারদিনের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/14/3TYF65RtAwldZvkBXnq4.jpg)
ড. সঞ্জীব দ্বিবেদী বলেন, "প্রথম দিন (১৪ এপ্রিল) কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইবে। এছাড়াও ১৫ ও ১৬ এপ্রিল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।"
/anm-bengali/media/media_files/bYgHiRhLBqeEeyZ8tbbn.jpg)
এদিকে, প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে।