নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায়। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি বিস্ময়কর দাবি করলেন। তিনি বললেন, "আমি পুতিনকে যুদ্ধবিরতির জন্য একটি সময়সীমা দিয়েছি। খুব শিগগিরই চমৎকার এক শান্তি প্রস্তাব আসছে।" এই মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে— এই 'শান্তি প্রস্তাব' কি ইউক্রেনের জন্য আদৌ সুখবর আনবে? নাকি পুতিনের শর্তই উঠে আসবে সেখানে?
/anm-bengali/media/media_files/2025/03/05/1000165797-686021.webp)