২০১২ থেকে রেশনে কারচুপি, তৈরি ৪০০০ ভুয়ো রেশন কার্ড, অথচ জানে না সরকার!

প্রায় চার হাজারের বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন ওই রেশন ডিলার। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 ration

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবারও রেশন দুর্নীতি। এবার ঘটনাস্থল মালদা। নকল রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুট করার অভিযোগ। আর এই দুর্নীতি চলছে সেই ২০১২ সাল থেকে। ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় চার হাজারের বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন রেশন ডিলার শউফউদ্দিন আহমেদ বলে অভিযোগ। প্রায় চার হাজারের বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন ওই রেশন ডিলার। 

কালিয়াচক তিন নম্বর ব্লকের গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবনা এলাকার বাসিন্দার রেশন ডিলারের বিরুদ্ধে এর আগেও উঠেছে রেশনে কারচুপি করার অভিযোগ। এই নিয়ে সোজা জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করলেন গ্রাহকরা। খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গ্রাহকরা দেখতে পান তাদের নামে তৈরি হয়েছে একাধিক রেশন কার্ড। যাদের বাড়িতে রয়েছেন চারজন সদস্য তাদের নামেই তৈরি হয়েছে আটটি রেশন কার্ড। 

ration ghtu7jnf

এমন ব্যাপক দুর্নীতির তদন্তের দাবিতে মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীদের একাংশ। যদিও ওই রেশন ডিলারের পরিবার বলছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি তদন্ত করে দেখা হোক। 

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি জানাচ্ছেন, তৃণমূল নেতাদের মদতেই ফুলেঁফেপে উঠছেন রেশন ডিলাররা। এমন ঝুড়িঝুড়ি অভিযোগ জমা পড়ছে প্রতিদিন। তবে তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

a