নিজস্ব সংবাদদাতা : আজ উত্তরাখণ্ডের মুখোয়ায় মা গঙ্গার মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন। সেখানে তিনি স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী লোকনৃত্য উপভোগ করেন এবং তুষারাবৃত পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। প্রধানমন্ত্রী মোদী সেখানে উপস্থিত মানুষের সঙ্গে সময় কাটিয়ে তাদের অভ্যর্থনা জানান। এই পবিত্র স্থানে তিনি মা গঙ্গার প্রতি প্রার্থনা করেন।
/anm-bengali/media/media_files/2025/03/06/2essdlOIbK6feoX9k2iR.jpg)