অকাল বর্ষণ, ফসল নষ্ট হওয়ার আশঙ্কা, কপালে ভাঁজ কৃষকদের

কপালে ভাঁজ কৃষকদের।  

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলায় ভোর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। যার কারণে সদ্য লাগানো আলু নষ্ট হতে পারে, পাশাপাশি পিছিয়ে যেতে পারে আলু চাষ এমনই আশঙ্কা কৃষকদের। এ ক্ষেত্রে উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আলু চাষের ঘর হিসেবে পরিচিত।

জানা গিয়েছে যে, এই সময় কৃষকেরা সদ্য মাঠ থেকে ধান তুলে আলু লাগিয়েছেন, কোন কোন কৃষক আবার মাটি উর্বর করে রেখেছেন আলু লাগানোর জন্য। কিন্ত এই বৃষ্টিতে মাথাই হাত কৃষকদের। তাদের দাবী যে, এরকমভাবে বৃষ্টি চলতে থাকলে মাঠে সদ্য লাগানো আলু নষ্ট হতে পারে। পাশাপাশি আলু চাষ ও পিছিয়ে যেতে পারে এমনই আশঙ্কা করছেন চন্দ্রকোনার কৃষকরা।