জলমগ্ন এলাকা পরিদর্শনে বিধায়ক ডঃ হুমায়ুন কবীর এবং বিডিও

জলমগ্ন ডেবরা।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চককানু,বাড়াগড়, আলিশাহাগড়,ভোগপুর এবং ৭ এবং ৮ নং গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গতকাল রাতে ডেবরার চককানু এলাকায় ৩০ টির বেশী বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। আজ সেইসব এলাকা পরিদর্শনে যান ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে কর্মাধ্যক্ষ শান্তি টুডু সহ অনান্যরা।

সূত্র মারফত জানা গিয়েছে গতকাল রাতে হাতে টর্চ নিয়ে জল পেরিয়ে কমিউনিটি কিচেনে হাজির হন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী। আজকেও এই এলাকায় কমিউনিটি কিচেন চালাবেন বলে জানান তিনি। পাশাপাশি আগামী দুদিনে ডেবরার সার্বিক চাষের ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করে জেলায় জমা দেওয়া হবে বলেও তিনি জানান।  

job digbijoy da