‘বিজেপি নতুন করে ফুটেজ পেয়ে গেল’, ফিরহাদকে ঘুরিয়ে দিলেন হুমায়ুন

বিজেপির এই বক্তব্যে এবার সায় দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Humayun

File Picture

নিজস্ব সংবাদদাতা: সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ডাকে একটি অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় বিতর্কিত মন্তব্য করে আবারো প্রকাশ্যে এসেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “দেশে আমরা সংখ্যালঘু নয় খুব তাড়াতাড়ি সংখ্যাগুরু হব”, বলে দাবি করেছেন তিনি। এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক। এই ঘটনাকে ইস্যু করে এবার পথে নেমেছে বিজেপি। 

বাংলাদেশের মতন বাংলার মানুষের পরিস্থিতি হবে ফিরহাদ হাকিমের কারণে বলে দাবি করেছে বিরোধী দল বিজেপি। এদিকে বিজেপির এই বক্তব্যে এবার সায় দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 

Humayun

ফিরহাদের এই উস্কানিমূলক মন্তব্যে বিজেপি নতুন ফুটেজ খাবে বলে দাবি করেছেন তিনি। সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে, কলকাতা হাইকোর্টের চেয়ারে সবচেয়ে বেশি মুসলিম বিচারকরা বসবেন। এই মন্তব্যে বিজেপি নতুন করে প্রাণ সঞ্চার করবে বলেও মত প্রকাশ করেছেন ভরতপুরের বিধায়ক। 

অন্যদিকে আরজিকর কাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। এফআইআর এ অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের নাম ছিল না বলেই দাবি করলেন প্রাক্তন আইপিএস অফিসার। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে নন্দীগ্রামের তৃণমূল বিজেপির মধ্যেই সেটিং। 

firhaddh.jpg

গোটা রাজ্যজুড়ে যে তৃণমূল এবং বিজেপি একে অপরকে সাপে নেউলের চোখে দেখে তারাই কিনা সমঝোতা করে ফেললেন দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে? এটা সম্পূর্ণটাই রাজনৈতিক বিষয়। এখানে সমঝোতার কোন তথ্য নেই বলেই দাবি করলেন ভরতপুরে বিদ্রোহী তৃণমূল বিধায়ক। ফিরহাদের মন্তব্যে বিরোধীরা নতুন করে অক্সিজেন পাচ্ছে বলেও দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।