খুদেদের পাখি চেনাতে স্কুলে হয়ে গেল কর্মশালা

বিদ্যালয়ের আশেপাশে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে গাছে বা ঝোপে ঝাড়ে বিভিন্ন পাখি হাতে-কলমে চেনানো হয়।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-19 at 18.16.41

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাতে-কলমে ও ছবিতে পাখি চিনল খুদেরা। কোন পাখি কেমন দেখতে, কোন পাখি কিভাবে ডাকে, তাদের বাসাগুলি কেমন, কোন পাখি কি কি খায়, পাখি সম্পর্কে এরম আরো অনেক কিছু খুঁটিনাটি জিনিস চিনলো ও জানলো পড়ুয়ারা। 

মূলত পাখি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করতে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 'স্কুল অফ বার্ডস' কর্মসূচি 'বার্ড ওয়াচার সোসাইটি' ও 'উইংস' নামে দুটি সংস্থার। মঙ্গলবার এমনই কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের শালবনীর মহাশোল প্রাথমিক বিদ্যালয়ে। 

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় ওই সংস্থা এই কর্মসূচি করছে। ছাত্রছাত্রীরা যাতে পাখি চিনতে পারে, পরিবেশে পাখির গুরুত্ব কতটা, পাখি কেন সংরক্ষণ প্রয়োজন, সর্বপরি পাখির যে একটা সৌন্দর্য রয়েছে সেটা যাতে ছাত্রছাত্রীরা উপভোগ করতে পারে, পাখির প্রতি ছাত্র-ছাত্রীদের যাতে ভালোবাসা জন্মায় সেজন্যই এই ধরনের উদ্যোগ। 

স্কুলের আশেপাশে, মাঠে, জঙ্গলে, পুকুর পাড়ে, ঝোপে ঝাড়ে সাধারণত যেই পাখি দেখা যায় সেইসব পাখির স্বভাব-বৈচিত্র সম্পর্কেই ছাত্র-ছাত্রীদের জানানো হয়। পাখির বাসস্থান বা বাসা যেখানে রয়েছে সেগুলো যাতে কেউ ক্ষতিগ্রস্ত না করে, পাখির বাসস্থান এলাকায় কেউ যাতে ডিস্টার্ব না করে, বরং সংরক্ষণ করে সেসব ছাত্র-ছাত্রীদের বোঝানো হয়েছে। 

WhatsApp Image 2025-02-19 at 18.16.42

এই কর্মশালায় ব্ল্যাকবোর্ড ওয়ার্ক ছাড়াও পাখি সংক্রান্ত অঙ্কন কুইজ, মজাদার গেম প্রভৃতি হয়। ছাত্রছাত্রীরা যাতে পাখি দেখে সনাক্ত করতে পারে সেজন্য ১৭২ টি পাখির কালারফুল ছবি সম্বলিত একটি বুকলেট ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের আশেপাশে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে গাছে বা ঝোপে ঝাড়ে বিভিন্ন পাখি হাতে-কলমে চেনানো হয়। 

ওই সংস্থার সদস্য তথা শিক্ষক রাকেশ সিংহ দেব বললেন, “পরিবেশে পাখি ও মানুষের সুস্থ সহাবস্থান বজায় থাকা খুব প্রয়োজনে, সেজন্যই এই উদ্যোগ”। কর্মশালায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুন্ডু, শালবনির বিশিষ্ট ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীরাও পাখি সম্পর্কে নানা ধরনের তথ্য সম্বলিত ছবি পেয়ে রোমাঞ্চিত ও আনন্দিত।