নিজস্ব সংবাদদাতা: নিউ টাউনে টোটোচালক সুশান্ত ঘোষের নৃশংস হত্যাকাণ্ডে নতুন মোড়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই খুনের পেছনে রয়েছে দুই নাবালক। সোমবার ইকো পার্ক থানার পুলিশ তাদের আটক করে। জানা গেছে, দুই কিশোর সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
সোমবার ভোররাতে নিউ টাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত ঘোষের দেহ। তাঁর পরিবারের অভিযোগ ছিল, প্রেমিকা ও তাঁর স্বামী মিলে এই খুন করেছেন। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছিল পুলিশ।
কিন্তু, সিসিটিভি ফুটেজ পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়! ফুটেজে দেখা যায়, দুই নাবালককে নিয়ে টোটো চালিয়ে যাচ্ছেন সুশান্তবাবু। এরপর পুলিশ তাদের খোঁজ করতে গিয়ে জানতে পারে, তাদের মধ্যে একজন সুশান্তের প্রেমিকার মেয়ের প্রেমিক। এখান থেকেই পর্দাফাঁস হয় ঘটনার আসল রহস্য। তদন্তে উঠে আসে, সুশান্ত ঘোষ প্রেমিকার মেয়ের প্রতিও আকৃষ্ট ছিলেন এবং সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। বিষয়টি প্রেমিককে জানায় ওই মেয়ে, এরপরই সুশান্তবাবুকে খুনের পরিকল্পনা করে অভিযুক্ত কিশোর।'
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
রবিবার রাতে নিউ টাউনের রাম মন্দিরের কাছে সুশান্তকে দেখা করার জন্য ডাকে সে। সুশান্ত সেখানে পৌঁছালে সে ও তার এক বন্ধু টোটোয় ওঠে। ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন স্থানে পৌঁছতেই পিছন থেকে হাতুড়ি দিয়ে সুশান্তের মাথায় আঘাত করা হয়। এরপর একাধিক ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করে তারা। পুলিশ দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তদন্তকারীরা এখনো যাচাই করছেন— এত বড় একটি খুন দুই কিশোর একা ঘটাতে পারল, নাকি এর পেছনে আরও কেউ জড়িত?