মাথা পিষে চলে গেল বাস! সল্টলেকে পথ দুর্ঘটনায় নিহত তরুণী

সল্টলেকে বাসের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। শনিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর তিরিশের রজনী মাহাতো, যিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, রজনী সকালে রাস্তার ধারে হাঁটছিলেন, সেই সময় পিছন দিক থেকে আসা একটি বারাসতগামী বাস তাঁকে ধাক্কা মারে। ধাক্কায় রাস্তায় পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

dead

এই ঘটনার পরই এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য ও সাময়িক যানজট। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বাস চালক ও যানটির গতি, নিয়ন্ত্রণ হারানোর কারণ, কিংবা রেষারেষির সম্ভাব্য ঘটনা—সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর রজনীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলেই গত বছরের নভেম্বরে বাস রেষারেষির বলি হয়েছিল এক স্কুলপড়ুয়া। এবারও সেই দুঃখজনক স্মৃতি আবার উসকে দিল শনিবারের দুর্ঘটনা।

বাস চলাচলের নিরাপত্তা ও ট্র্যাফিক নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠছে সল্টলেকের রাস্তায়।