নিজস্ব সংবাদদাতা: স্ত্রীর উপর পরকীয়ার সন্দেহ, আর সেই কারণেই তাকে মাথায় হাতুড়ি মেরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত মহিলার নাম আসমা খান (৪২)। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং নয়ডার সেক্টর ৬২-র একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। অভিযুক্ত স্বামীর নাম নুরুল্লা হায়দার (৫৫), পেশায় তিনিও একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হলেও বর্তমানে কর্মহীন।
পুলিশ জানিয়েছে, ২০০৫ সালে আসমা ও হায়দারের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে বছর উনিশের, বর্তমানে বিটেক পড়ছে; আর মেয়ে ক্লাস এইটের ছাত্রী।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
নয়ডার ডেপুটি কমিশনার অব পুলিশ রামবদন সিং জানান, “শনিবার ১১২ নম্বরে ফোন করে ঘটনার খবর দেয় দম্পতির পুত্র। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”
পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর উপর পরকীয়ার সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড। ঘটনার বিষয়ে আসমার এক আত্মীয় বলেন, “ওদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে হায়দার এতটা ভয়ঙ্কর হতে পারে, ভাবতে পারিনি।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সন্দেহের পিছনে আসল কারণ কী এবং দীর্ঘদিন ধরে এই দাম্পত্য কলহে আর কে বা কারা জড়িত থাকতে পারে।