দিঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়
হাতির তাণ্ডব, দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকদের- হাহাকার- কি বলছেন?
Breaking : ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান! জানুন বিস্তারিত
হাতির দল জঙ্গলে প্রবেশ, দুশ্চিন্তায় কৃষকেরা
ওয়াকফ অশান্তির মাঝে ১৮ পুলিশ আহত, ‘জনগণের সহযোগিতা জরুরি’— DGP রাজীব কুমারের বার্তা
“হিংসা বরদাস্ত নয়, আইন নিজের হাতে তুলবেন না” – ওয়াকফ অশান্তিতে কড়া বার্তা DGP-র
তিনজন নকশালকে নিষ্ক্রিয়, বড় সাফল্য সিআরপিএফ-এর
সেখানে কুকুরের ডাকের রাজনীতি কাজ করবে না- জোট প্রসঙ্গে বিজেপিকে সোজা নিশানা
BREAKING : ধুলিয়ান অশান্তিতে বিধায়ক আক্রান্ত! সামশেরগঞ্জে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ

মাঝ আকাশে শিশুর সোনার চেন চুরি! বিমানসেবিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীর

ইন্ডিগোর এক বিমান সেবিকার বিরুদ্ধে শিশুর সোনার চেন চুরির অভিযোগ উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Plane

নিজস্ব সংবাদদাতা: মাঝআকাশে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিমানের মধ্যে সন্তানকে শৌচালয়ে নিয়ে যাওয়ার সময়ে সোনার চেন চুরির অভিযোগ তুলে তীব্র চাঞ্চল ছড়াল। অভিযুক্ত— ইন্ডিগো এয়ারলাইন্সের এক বিমানসেবিকা। চেন চুরির অভিযোগ এনে বিমানসেবিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা যাত্রী, প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ইন্ডিগোর তরফ থেকেও জানানো হয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

ঘটনাটি ঘটেছে তিরুঅনন্তপুরম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর উড়ান ৬ই-৬৬১-এ। অভিযোগকারী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের দাবি, তিনি তাঁর দুই শিশুসন্তানকে নিয়ে ওই ফ্লাইটে যাত্রা করছিলেন। বিমানে তাঁর পাঁচ বছরের ছেলেকে শৌচালয়ে নিয়ে যান বিমানসেবিকা অদিতি অশ্বিনী শর্মা। কিছুক্ষণের মধ্যেই ছেলে ফিরে এলে দেখা যায়, তার গলায় থাকা সোনার চেনটি নেই।

প্রিয়াঙ্কার দাবি, চেনটির ওজন ছিল প্রায় ২০ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ টাকার কাছাকাছি। এই ঘটনায় তিনি সংশ্লিষ্ট বিমানসেবিকার বিরুদ্ধেই চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

indigo

ইন্ডিগোর তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "৬ই-৬৬১ নম্বর ফ্লাইটে কেবিন ক্রু সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে আমরা অবহিত। যাত্রীর অভিযোগকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং বিষয়টি তদন্তাধীন। তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সবরকম সহায়তা করা হবে।"

এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রী নিরাপত্তা ও কেবিন ক্রুদের আচরণ নিয়ে ফের প্রশ্ন উঠছে। তদন্তের পরেই পরিষ্কার হবে, এই চাঞ্চল্যকর অভিযোগের পেছনে আদৌ কোনও অপরাধ লুকিয়ে আছে কি না।