নিজস্ব সংবাদদাতা: কানাডার রাজধানী অটোয়ার উপকণ্ঠে অবস্থিত রকল্যান্ড এলাকায় কুপিয়ে খুন করা হল এক ভারতীয় নাগরিককে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে কানাডার পুলিশ।
শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করেছে অটোয়ায় ভারতীয় হাইকমিশন। তবে পুলিশ এখনও মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তদন্তের স্বার্থে আপাতত সমস্ত তথ্য গোপন রাখা হয়েছে বলে খবর।
এই ঘটনায় রকল্যান্ডের স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, অপরাধ দমনে পুলিশি টহল আরও জোরদার করা হোক।প্রসঙ্গত, গত কয়েক মাসে কানাডায় একাধিক ভারতীয় বংশোদ্ভূত নাগরিক খুন বা হামলার শিকার হয়েছেন। কিছু ঘটনায় টার্গেট কিলিংয়ের অভিযোগও উঠেছে।
এর আগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল কানাডায়। সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)
এই প্রেক্ষাপটে নয়াদিল্লি একাধিকবার খলিস্তানপন্থীদের আক্রমণাত্মক মনোভাব ও হুমকির অভিযোগ করেছে। কানাডায় হিন্দু ভারতীয়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত সরকার।
নতুন এই হত্যাকাণ্ডে আদৌ কোনও গোষ্ঠীগত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে জোর তদন্ত চালাচ্ছে কানাডার পুলিশ।
পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় হাইকমিশন। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা।