নিজস্ব সংবাদদাতা: বিজয়গড়ের পর ট্যাংরা। পার্কিং বিবাদে ফের কলকাতায় খুন? স্থানীয় সূত্রে খবর, ট্যাংরার দোকানের সামনে স্কুটার রাখা ঘিরে বচসা, হাতাহাতি। গাড়ির জন্য স্কুটার সরাতে বলায় ধাক্কা, ড্রেনে পড়ে মৃত্যুর অভিযোগ। ধাক্কাধাক্কিতে ড্রেনে পড়ে ট্যাংরায় প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ। প্রৌঢ়ের মৃত্যুতে ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। আগে থেকে অসুস্থ ছিলেন ওই প্রৌঢ়, দাবি পুলিশ সূত্রে।
/anm-bengali/media/media_files/1000066634.jpg)