নিজস্ব সংবাদদাতা: ফের এক যুবক তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে আত্মহত্যা করেছেন। তার আগে তিনি ভিডিও করেন। মধ্যপ্রদেশের ভোপালে এই ঘটনাটি ঘটেছে। এর আগে বেঙ্গালুরু ও আগ্রায় একই ভাবে দুই যুবক আত্মহত্যা করেছে। এই প্রসঙ্গে এসিপি নিহিত উপাধ্যায় বলেছেন, "অশোকা গার্ডেনে মামলাটি দায়ের করা হয়েছে যেখানে একজন ব্যক্তি তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ করে নিজের ভিডিও তৈরি করার পরে আত্মহত্যা করেছেন। মামলাটি নথিভুক্ত করার পরে আমরা তদন্ত শুরু করেছি। তার স্ত্রী এর আগে যৌতুকের মামলা দায়ের করেছিলেন এবং এটি তদন্তে অন্তর্ভুক্ত করা হবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে যুবকটি হয়রানির শিকার হয়েছিলেন এবং সেই কারণে এই পদক্ষেপ নিয়েছিলেন, সেক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।"
/anm-bengali/media/media_files/AnAtspi9lEQ9Pr0nix97.jpg)