নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষে হাওড়ায় জোড়া র্যা লি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যা লি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।