নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালাচ্ছে যুক্তরাজ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে যেসব পণ্যে ১০% শুল্ক বসিয়েছেন, সেগুলো কিছুটা কমাতে চায় ব্রিটিশ সরকার। তবে মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টা জানিয়েছেন, এই শুল্ক কমাতে হলে চুক্তি হওয়া আবশ্যক।
/anm-bengali/media/media_files/PmVyF0DFcvjno1f4Gr5m.jpg)
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেন, "সবাই ধরে নিচ্ছে ১০% শুল্কই এখন মূল নিয়ম। প্রেসিডেন্ট যদি এর নিচে নামতে চান, তাহলে সেটা হবে বিশেষ ধরনের কোনো চুক্তি।" তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র এখন ২০টির মতো দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করছে, আর তার মধ্যে দুটি প্রায় সম্পন্ন।
/anm-bengali/media/media_files/2025/03/16/89TnR7yn5pDXXiOQ6PTt.jpg)
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, "যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়, সেটা তখনই হবে যখন সেটা যুক্তরাজ্যের জন্য ভালো হবে।" অর্থাৎ, দুই দেশই নিজেদের স্বার্থ দেখেই এগোচ্ছে, তবে চুক্তি হলে কিছুটা শুল্ক ছাড় পাওয়ার আশা থাকছেই।