নিজস্ব সংবাদদাতা : এসএসসি ২০১৬ সালে নিয়োগ পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক সম্প্রতি চাকরিচ্যুত হয়েছেন। আদালতের নির্দেশে তাঁদের চাকরি বাতিল হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন প্রার্থীরা। চাকরি ফেরতের দাবিতে এবং যোগ্যদের তালিকা দ্রুত প্রকাশের দাবিতে রাস্তায় নেমেছেন এই চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে, যা ন্যায়সঙ্গত নয়।
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন তিনজন চাকরিহারা প্রার্থী। চাকরি ফেরানোর দাবিতে আজ, শুক্রবার সকল চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে অভিযান করা হবে এসএসসি ভবনে। রাজ্য সরকারের কাছে তাঁরা অবিলম্বে স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন, যাতে কারা সত্যিই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তা স্পষ্ট হয়। পরিস্থিতি সামাল দিতে এসএসসি ভবন চত্বরে মোতায়েন করা হয়েছে বিধাননগর পুলিশ। চাকরিপ্রার্থীদের অনশন এবং এসএসসি ভবন অভিযানের ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই এখন নজর প্রশাসনের।