নিজস্ব সংবাদদাতা : এসএসসি ভবনের সামনে উত্তাল পরিস্থিতি। মাথায় বৃষ্টি, পেটে ভাত নেই—তবুও আন্দোলন থেমে নেই চাকরি হারানো প্রার্থীদের। এসএসসি ভবনের সামনেই রাস্তায় বসে রিলে অনশনে অংশ নিচ্ছেন তাঁরা। ছাতা মাথায় রাত কাটাচ্ছেন খোলা আকাশের নীচে।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
উল্লেখ্য, ওএমআর শিটের মূল্যায়ন ও এসএসসি সার্ভারে আপলোড হওয়া নম্বরের মধ্যে বিস্তর অমিল রয়েছে। একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, পরীক্ষার্থীর ওএমআর শিটে কোনও উত্তর নেই—অর্থাৎ পুরোপুরি ফাঁকা। অথচ এসএসসি-র রেকর্ডে সেই শিটের নম্বর ৫০, ৫২ কিংবা ৫৩!
চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই কিছু ওএমআর শিট হাইকোর্টে জমা পড়েছে। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সব পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, না হলে তাঁরা আন্দোলন থেকে সরবেন না। তাঁদের প্রশ্ন, গাজিয়াবাদ থেকে নম্বর ‘শূন্য’ নিয়ে রওনা হওয়া উত্তরপত্র কলকাতায় পৌঁছে কীভাবে ৫০-এর গণ্ডি পেরোল? এই অসঙ্গতির জবাব দিতে হবে এসএসসি কর্তৃপক্ষকে।
/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
চাপ বাড়ছে প্রশাসনের উপরে। একের পর এক প্রশ্ন তুলে আন্দোলন আরও জোরদার করছেন চাকরি হারানো প্রার্থীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, "স্বচ্ছ তদন্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।" আজ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত অভিযান।