নিজস্ব সংবাদদাতা : ঝড়ে ভাঙলো মিউজিক কার্নিভালের গেট। আহত দম্পতি। বেশকিছুক্ষণ বন্ধ হল গুরুত্বপূর্ণ রাস্তা। ঘটনাস্থল দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড়। দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড়ে বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চ, বৈদিক চেতনা ফাউন্ডেশন এবং দুর্গাপুর রয়েলস ব্রাদার্সের উদ্যোগে চলতি মাসের আট তারিখ চিত্রালয়ের মাঠে অনুষ্ঠিত হয় মিউজিক কার্নিভাল। সেই উপলক্ষেই বেনাচিতির পাঁচমাথা মোড়ে করা হয়েছিল একটি গেট।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কালবৈশাখী ঝড়ের সাথে শুরু হয় বৃষ্টি। সেই সময়ই দুর্গাপুরের রানা প্রতাপের এক ব্যক্তি বাইকে করে তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই সেই গেট ভেঙে পড়ে। আহত হন স্বামী-স্ত্রী। স্বামীর পিঠে চোট লাগে আর স্ত্রীর মাথায় চোট লাগে। সন্তানের অবশ্য তেমন কিছু হয়নি।
স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী তোতন ঘোষের দাবি,"খুব বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন। মহিলার মাথায় চোট লেগেছে ভদ্রলোকের পিঠে চোট লেগেছে। বাচ্চাটার অবশ্য তেমন কিছু হয়নি। আমরা বরফ দিয়ে টোটোতে চাপিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। ওনারা দুর্গাপুরে রানা প্রতাপের ন'নম্বর স্ট্রিটে থাকেন।" ঝড় বৃষ্টি থামলে পুলিশ এবং স্থানীয়রা মিলে গেটটিকে সরানোর ব্যবস্থা করলে স্বাভাবিক হয় যান চলাচল।