তাহাব্বুর রানাকে ভারতে ফেরাতেই বড় ঘোষণা পাকিস্তানের!বিস্ফোরক দাবি পাক বিদেশমন্ত্রীর

তাহাব্বুর রানাকে ভারতে ফেরাতে বড় ঘোষণা করল পাকিস্তান।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan foreign minister

নিজস্ব সংবাদদাতা:  মুম্বই হামলার মূল চক্রী তাহাব্বুর রানাকে বুধবার আমেরিকা থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি পৌঁছেছেন নয়াদিল্লির পালাম বিমানবন্দরে। তাঁকে খুব শীঘ্রই তোলা হবে NIA-এর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) বিশেষ আদালতে। তার আগে আপাতত ঠাঁই হয়েছে দিল্লির তিহাড় জেলে— যেখানে একসময় বন্দি ছিলেন ২৬/১১ হামলার একমাত্র জীবিত ধৃত আজমল কসাবও।

রানার প্রত্যর্পণের প্রেক্ষিতে পাকিস্তানের বিদেশমন্ত্রক জানায়, “গত দুই দশক ধরে তাহাব্বুর রানা তাঁর কোনও পাকিস্তানি নাগরিকত্ব সংক্রান্ত নথি নবায়ন করেননি। তিনি নিজেকে সবসময় কানাডার নাগরিক হিসেবেই পরিচয় দিয়েছেন। তাই তাঁর সঙ্গে পাকিস্তানের কোনও নথিগত সম্পর্ক নেই।”

rana

তবে বিশেষজ্ঞ মহলের মতে, পাকিস্তান প্রকাশ্যে দায় এড়ালেও রানা দীর্ঘদিন ধরে পাকিস্তানি সেনা ও গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগ রাখতেন। সন্ত্রাস দমন বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, “পাকিস্তান ভয় পাচ্ছে যে রানা হয়তো তদন্তে সব সত্য ফাঁস করে দেবে।”