নিজস্ব সংবাদদাতা: আজ ফের রাজপথে নামলেন চাকরিহারারা। তিলোত্তমা ফের একবার শুনছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনি। আজ চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান। সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে করুণাময়ী থেকে এসএসসি ভবন সহ গোটা এলাকা। রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। তবে এই সবকিছুকে তোয়াক্কা না করেই নির্দিষ্ট সময়েই শুরু হয় শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এসএসসি ভবন অভিযান। করুণাময়ী থেকে দলে দলে পায়ে হেঁটে গিয়ে তারা ইতিমধ্যেই পৌঁছেছেন এসএসসি ভবনের সামনে।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185253-824280.webp)
কসবা কাণ্ডের পর আজ পুলিশের শরীরী ভঙ্গিমা একেবারে পাল্টে গিয়েছে। আজ চাকরিহারাদের কোথাও কোনও বাধা দেয়নি পুলিশ। শুধু ব্যারিকেড দিয়ে এসএসসি ভবনের ১০০ মিটার আগে আটকে দিয়েছেন তারা। অন্যদিকে, চাকরিহারারাও আজ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেননি। তারাও সেখানেই কড়া রোদের মধ্যেই অবস্থানে বসে পড়েছেন। আজই বিকালে চাকরিহারাদের সাথে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান। তাই সেই বৈঠকের আগে পর্যন্ত যে তারা অবস্থানে বসছেন, তা একপ্রকার নিশ্চিত করেছেন আন্দোলনকারীরা।