নিজস্ব সংবাদদাতা : যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে পথে চাকরিহারা শিক্ষকেরা। আন্দোলনের নতুন দৃষ্টান্ত দেখা গেল আজ। এবারের প্রতিবাদ ছিল একটু অন্যরকম। পুলিশের সঙ্গে কোনও রকম বিরোধ না গড়েই, শান্তিপূর্ণ বার্তা পৌঁছে দিতে হাতে ছিল গোলাপ ফুল। পুলিশের কাছেই সেই ফুল তুলে দেওয়ার চেষ্টা করলেন আন্দোলনকারীরা— একটু সহযোগিতার, একটু সহমর্মিতার প্রত্যাশা নিয়ে। তবে সেই ফুল গ্রহণ করলেন না একটিও পুলিশকর্মী। মুখ ঘুরিয়ে নিলেন প্রত্যেকে।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
পুলিশ কর্মীদের গোলাপ বিতরণ প্রসঙ্গে আন্দোলনকারীদের স্পষ্ট কথা— "আমরা প্ররোচনায় পা দিতে চাই না। শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের পথ। চাই স্বচ্ছ নিয়োগ, চাই সত্য উৎঘাটন।"
/anm-bengali/media/media_files/2025/04/11/o2Fm47hPdAaC2tnZKXKw.jpg)
উল্লেখ্য, এসএসসি ভবনের সামনে রিলে অনশন চলছে। খালি পেটে, মাথায় ছাতা দিয়ে বৃষ্টির মধ্যে রাত কাটাচ্ছেন বহু চাকরিপ্রার্থী। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং স্বচ্ছ তদন্তের দাবি আরও জোরালো হচ্ছে।