নিজস্ব সংবাদদাতা: সাত বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল ঘাটাল মহকুমা আদালত। ২০১৭ সালে গাজনের সময় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার নারায়ণপুর গ্রামের সাত বছরের এক নাবালিকা গ্রামেই গাজন মেলা দেখতে যায়। সেই সময় ওই এলাকার এক যুবক পেশায় স্বর্ণশিল্পী চন্দন ডগরা নাবালিকাকে একা পেয়ে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনায় পরের দিনই পরিবারের সদস্যরা চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে আট বছরের মাথায় সেই ঘটনার রায় দান করলো ঘাটাল মহকুমা আদালত। ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ময়ূখ মুখোপাধ্যায়ের এজলাসে অভিযুক্ত চন্দন ডগরা কে দোষী সাব্যস্ত করে অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত।