নিজস্ব সংবাদদাতা : চাকরিহারা প্রার্থীদের বিক্ষোভের মাঝে আজই বড় বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, এসএসসি ভবনে অভিযান কর্মসূচির দিনেই এই বৈঠক বসছে। উপস্থিত থাকবেন এসএসসি-র চেয়ারম্যানও।
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
সম্প্রতি এসএসসি ২০১৬ এর প্যানেলের ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এসএসসি দুর্নীতির জেরে অনেক যোগ্য প্রার্থীও চাকরি হারিয়েছেন। এখন আন্দোলনের চাপ সামাল দিতেই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীরা একের পর এক বৈঠকে বসছেন।এক চাকরিহারা প্রার্থী বলেন, "আমরা চাই যোগ্যদের তালিকা প্রকাশ হোক। যারা প্রকৃতভাবে প্রাপ্য, তাদের যেন অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়।"
/anm-bengali/media/media_files/EE4yt0aGdadjoCdPR1v4.jpg)
এসএসসি ভবন ঘিরে দিনভর উত্তেজনার সম্ভাবনা থাকায় এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। চাকরিহারা প্রার্থীরা স্পষ্ট জানিয়েছেন—তাঁদের আন্দোলন শান্তিপূর্ণই থাকবে।